মোঃ আরিফ শেখঃ
দীর্ঘ ২৭ বছর মালয়েশিয়ায় প্রবাস জীবন কাটিয়ে দেশে ফেরা সেখ জামালের জীবনের নতুন অধ্যায় শুরু হয় মাত্র ২৮ দিন আগে। রমজানের পাঁচ দিন আগে বিয়ে করে নতুন জীবন শুরু করলেও, তা স্থায়ী হতে পারলো না। গতকাল গভীর রাতে এক ভয়াবহ ঘটনায় তার সেই স্বপ্নের সংসার ভেঙে চুরমার হয়ে গেল।
ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের কোনাগ্রামের বাসিন্দা সেখ জামাল (৫২) গত রাতে তার নিজ বাড়িতে চোরের হামলায় নিহত হন। পরিবার সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ২টার দিকে বাড়িতে চোর ঢুকে পড়ে। চোরের উপস্থিতি টের পেয়ে জামাল প্রতিরোধের চেষ্টা করেন। এসময় ধস্তাধস্তির একপর্যায়ে চোর তাকে পুরুষাঙ্গে আঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের স্ত্রী, যিনি মাত্র ২৮ দিন আগে জামালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন, অভিযোগ করে বলেন, “আমাদের ঘর করতে দিল না চোর। সব শেষ করে দিল এক রাতেই।”
স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করা হয়েছে। এখনও পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে হত্যার পেছনে চুরির উদ্দেশ্য ছাড়াও অন্য কোনো কারণ আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনা এলাকায় চরম শোক ও ক্ষোভের সৃষ্টি করেছে। একজন প্রবাসীর জীবনের শেষ অধ্যায় এমন করুণ পরিণতিতে পৌঁছানোতে এলাকাবাসীও হতবাক।