ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুর শহরতলীর বায়তুল্লামান কোলপাড় এলাকা থেকে নিখোঁজের তিনদিন পর নিরব শেখ (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। বৃহস্পতিবার (২৯ মে) রাত ৯ টার দিকে একটি ফসলি ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নিরব শেখ ফরিদপুর পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের বিলমাহমুদপুর আকব্বর মোল্যা ডাঙ্গি গ্রামের বাসিন্দা রেজাউল শেখের বড় ছেলে। স্থানীয়ভাবে তিনি একজন ইলেকট্রিক মিস্ত্রীর সহকারী হিসেবে কাজ করতেন।
পুলিশ জানায়, পরিবারের পক্ষ থেকে তিনদিন আগে নিরব শেখের নিখোঁজ হওয়ার বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। পরে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ৯ টার দিকে বায়তুল আমান কোলপাড় এলাকার একটি ফসলি খেতে তল্লাশি চালিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় প্রাথমিকভাবে হত্যা সন্দেহে তদন্ত শুরু করেছে পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, “মরদেহ উদ্ধারের পর প্রাথমিক আলামত সংগ্রহ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
নিহতের পরিবার ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।