নিজস্ব প্রতিবেদকঃ
ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর মোড়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত জেলা যুবদল সভাপতি রাজিব হোসেনের পক্ষ থেকে টাঙানো ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। অভিযোগ করা হয়েছে যে, যুবলীগের সাবেক আহ্বায়ক ও মানি লন্ডারিং মামলার আসামি ফোয়াদ হোসেনের ব্যবসায়িক পার্টনার ওমর খান (৫৩) এই ফেস্টুনটি ছিঁড়ে ফেলেছেন।
ঘটনাটি শনিবার (৮ মার্চ) সকালে ঘটে, এবং এ বিষয়ে রাজিব হোসেন কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, অ্যাডভোকেট হামিদুল হক ঝন্টুর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১ মার্চ ফেস্টুনটি টাঙানো হয়েছিল, যা পরে পাশের একটি ভবনের আন্ডারগ্রাউন্ডে পাওয়া যায়। রাজিব হোসেন অভিযোগ করেছেন যে, ওই ভবনের মালিক ওমর খান ফেস্টুনটি ছিঁড়ে ফেলেছেন এবং তাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন।
তবে, ওমর খান এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন যে, তিনি ফেস্টুন ছিঁড়ার সঙ্গে জড়িত নন এবং কোনো দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানিয়েছেন, লিখিত অভিযোগ পেয়েছেন এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।