মোঃ নুরুল আলম
৫০ শয্যা বিশিষ্ট লামা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুৎ না থাকলে রোগীদের পড়তে হয় নানা ধরনের সমস্যায়। বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষায়, নিউমোনিয়া আক্রান্ত বাচ্চাদের, ডেলিভারি রোগীদের, স্যালাইন চলিত রোগীদের ও প্রস্রাব পায়খানা রাত বিরাতে চলাচলে রোগীদের পড়তে হয় ভীষণ কষ্টে। রোগীরা জানান পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালে অনেক সময় ফ্লোরে ও জায়গা হয় না রোগী ভর্তি হয়ে যায়, তখন শুধু রোগীদেরই সমস্যা হয় না। ডাক্তার নার্সদের ও সেবাদানে জটিলতায় পড়তে হয়। স্বাস্থ্য কমপ্লেক্সছে চিকিৎসা নিতে আসা রোগীদের দাবি। কারেন্ট চলে গেলেও হাঁস পাতাল গুলোতে যাতে করে 24 ঘন্টা জেনো রেটর ও সোলারের ব্যবস্থা থাকে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মত জায়গায় বিদ্যুৎবিহীন কিভাবে চলতে পারে এটাই এখন সকলের কাছে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।