মোঃ আজগার আলী, সাতক্ষীরা:

সাতক্ষীরায় এক ব্যবসায়ীর ২৩ লক্ষ ৮৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকাল সোয়া পাঁচটায় সদর উপজেলাধীন সাতক্ষীরা-ভোমরা সড়কের আলিপুর ঢালীপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। এ সময় স্থানীয় জনতা এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

আটক ছিনতাইকারী মেহেদী হাসান মুন্না (২৪) সাতক্ষীরা সদরের কুচপুকুর এলাকার আতিয়ার রহমানের ছেলে।

ভোমরার মেসার্স মা ট্রেডার্স এর স্বত্বাধিকারী ব্যবসায়ী মোঃ আমির হামজা জানান, তিনি ভোমরার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও আমদানি-রপ্তানি কারক। তার প্রতিষ্ঠানের কর্মচারী শওকত আলী ও ওবায়দুল্লাহ বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা শহরের ইসলামী ব্যাংক ও পূবালী ব্যাংক থেকে ২৩ লক্ষ ৮৪ হাজার ৫শ’ টাকা তুলে মোটরসাইকেলে ভোমরায় আমার ব্যবসা প্রতিষ্ঠানে আসছিল। শওকত আলী মোটরসাইকেল চালাচ্ছিল এবং ওবায়দুল্লাহ টাকার ব্যাগ নিয়ে তার পিছনে বসে ছিল। এ সময় দুটি মোটরসাইকেলে পাঁচ জন ছিনতাইকারী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে তাদেরকে ফলো করে।

একপর্যায়ে বিকাল সোয়া পাঁচটার দিকে সাতক্ষীরা সদর উপজেলাধীন সাতক্ষীরা- ভোমরা সড়কের আলিপুর ঢালীপাড়া এলাকায় পৌছালে ছিনতাইকারীরা হাতুড়ি দিয়ে শওকাতের মাথায় আঘাত করলে তারা মোটরসাইকেল থেকে পড়ে যায়। এসময় ছিনতাইকারীরা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার সময় আমার কর্মচারীদের সহায়তায় স্থানীয় জনতা একজন ছিনতাইকারীকে আটক করে। পরে তাকে পুলিশের সোপর্দ করে। বাকি ৪ ছিনতাইকারী টাকা নিয়ে পালিয়ে যায়।

সাতক্ষীরা থানার ওসি শামিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মুন্না নামের এক ছিনতাইকারী আটক করা হয়েছে। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *