ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের সালথা উপজেলায় ঈদুল আজহার দিনে আকাশ মোল্লা (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের কাউলিকান্দা মোল্লার মোড় এলাকায় একটি জিকা গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আকাশ মোল্লা উপজেলার সোনাপুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের মৃত হারুন মোল্লার ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আকাশ মোল্লা পেশায় একজন শ্রমিক ছিলেন। সম্প্রতি ব্যক্তিগত কারণে কিছুটা মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, সকালে এলাকায় ঈদের নামাজের প্রস্তুতি চলছিল। এ সময় কয়েকজন পথচারী জিকা গাছে ঝুলন্ত একটি মরদেহ দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। খবর পেয়ে স্থানীয়রা জড়ো হন এবং সালথা থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান জানান,
“খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”
নিহতের পরিবারের সদস্যরা জানান, আকাশ মোল্লা কিছুদিন ধরে পারিবারিক এবং ব্যক্তিগত সমস্যার কারণে মানসিক চাপে ছিলেন। তবে ঈদের দিন সকালে এমন ঘটনা ঘটবে তারা কখনো ভাবেননি।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঈদের আনন্দের মাঝখানে এমন একটি মর্মান্তিক ঘটনা সবাইকে ব্যথিত করেছে। স্থানীয়রা মরদেহ উদ্ধারের সময় আবেগাপ্লুত হয়ে পড়েন।

পুলিশ জানায়, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *